কলকাতা ব্যুরো: ভোট আসে ভোট যায়। কোলিয়ারি এলাকার জলের সমস্যা থাকে সেই তিমিরেই। ফলে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, প্রতিবারই প্রার্থীকে ভোট চাইতে গিয়ে শুনতে হয়, পানীয় জলের সমস্যার সেই পুরনো কথা। অথচ প্রতিবারই রাজনৈতিক দলগুলি জল সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করে বাসিন্দাদের।


যেমন বারাবনির কাঁপিষ্টা গ্রামে প্রচার করতে গিয়ে সেই পানীয় জলের সমস্যার কথা শুনতে হলো বারাবনির টিএমসি প্রার্থী বিধান উপাধ্যায় l স্থানীয় মহিলারা আদি সমস্যা সামনে এনে বলেন, বেশ কিছু এলাকায় এক দিন বাদ বাদ জল আসে। বিধান সাংবাদিকদের জানান, গ্রামে নিকাশি ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে, এছাড়া নিয়মিত পানীয় জল সর্বরাহের ব্যাপারে আমাদের আরো সতর্ক হতে হবে। প্রার্থীর সাথে এদিন প্রচারে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং, জামগ্রামের প্রধান কেশব রাউত ও স্থানীয় নেতা ধরনি মন্ডল l এদিন মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় l

এই শিল্পাঞ্চলের নাগরিকরাও জানেন, ভোট দেওয়া তার অধিকার। কিন্তু জল পাওয়া তার মৌলিক অধিকার কিনা, তা সত্যিই অজানা এই এলাকার লক্ষ লক্ষ মানুষের। তাই ভোট আসে, বুথে গিয়ে তারা নাগরিক অধিকার প্রয়োগ করেন। কিন্তু নাগরিকের প্রাপ্য জল, তা সত্যিই যে কোনদিন স্থায়ী ভাবে তা পাবেন, এখন আর তারা বিশ্বাসই করতে পারেন না।

Share.
Leave A Reply

Exit mobile version