কলকাতা ব্যুরো: টিআরপি কেলেঙ্কারিতে সর্বভারতীয় স্তরে তদন্তের জন্য সিবিআইকে ডাকতে মুম্বাই হাইকোর্টে আবেদন করল রিপাবলিক টিভি। এর আগে মুম্বাই পুলিশের টিআরপি কেলেঙ্কারির তদন্তে রিপাবলিক টিভি নামে দায়ের করা এফ আই আর থেকে নাম খারিজের দাবি নিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেছিল এই চ্যানেলটি। কিন্তু সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ হয়ে যায়।
সুপ্রিম কোর্ট রিপাবলিক টিভিকে তাদের আবেদন নিয়ে, বোম্বে হাইকোর্টে মামলা করতে বলে। তার জেরেই বোম্বে হাইকোর্ট এ মুম্বাই পুলিশের তদন্ত থেকে তাদের নাম খারিজের জন্য আবেদন করেছে রিপাবলিক টিভি। একই সঙ্গে এই তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন জানানো হয়েছে তাদের মামলায়।
সেখানে যুক্তি দেওয়া হয়েছে, টিআরপি নিয়ে যদি কোনো তদন্ত করতে হয়, তা সর্বভারতীয় ক্ষেত্রে করা জরুরি। আর তাই সে ক্ষেত্রে মুম্বাই পুলিশ নয়, তদন্তের দায়িত্ব দেওয়া হোক সিবিআইকে। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার কথা।
ইতিমধ্যে এ রাজ্য টিআরপি কেলেঙ্কারি নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ শুরু হয়ে গিয়েছে। একটি টিআরপির রেটিংয়ে সামনের দিকে থাকা চ্যানেল, তুলনায় ছোট একটি চ্যানেলের বিরুদ্ধে টিআরপি কেলেঙ্কারি অভিযোগ জানায় কয়েক মাস আগে। আর সম্প্রতি মুম্বাই পুলিশের টিআরপি কেলেঙ্কারি নিয়ে তদন্ত সামনে আসার পরে, ওই ছোট চ্যানেলটি আবার পাল্টা একই অভিযোগ জানায় ওই বড় চ্যানেলের বিরুদ্ধে। যদি সিবিআই তদন্ত শুরু করে তখন এইসব অভিযোগগুলিও তাদের তদন্তের আওতায় চলে আসবে।
এর আগে ৮ অক্টোবর মুম্বাই পুলিশের কমিশনার পরম বীর সিং সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মহারাষ্ট্রের তিনটি চ্যানেলের বিরুদ্ধে তারা জাল টিআরপি তৈরির অভিযোগে মামলা দায়ের করেছেন। সেখানে দুটি মারাঠি ভাষার চ্যানেল এবং সর্বভারতীয় রিপাবলিক টিভি অভিযুক্ত। ইতিমধ্যে এই ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপাবলিক টিভির দুই কর্তা সমন পেয়ে ইতিমধ্যে মুম্বাই পুলিশের কাছে হাজিরা দিয়েছেন।
Previous Articleআইন-শৃঙ্খলায় বাংলার থেকে কেরালা ভালো, পর্যবেক্ষণ অমিত শাহের
Related Posts
Add A Comment