কলকাতা ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতের সঙ্গে বাংলাদেশও। এই অবস্থায় তুলনামূলকভাবে ভারতে আক্রান্ত দ্রুত বাড়তে থাকায়, এদেশ থেকে সমস্ত রকম যাতায়াত স্থলপথে বন্ধ করলো বাংলাদেশ সরকার। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ এপ্রিল অর্থাৎ কাল, সোমবার থেকে ৯ মে পর্যন্ত এই নির্দেশ আপাততঃ বলবৎ থাকবে। এর ফলে এদেশ থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ যাওয়া- আসা, দুটি বন্ধ করা হলো।
ফলে যদি কোন ভারতীয় বর্তমানে বাংলাদেশ গিয়ে থাকেন, তাদের সেখানেই আপাতত থাকতে হবে বা আকাশ পথে ফেরার চেষ্টা করতে হবে।


পাশাপাশি বাংলাদেশীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদিও এক্ষেত্রে বাংলাদেশ সরকার জানিয়েছে, সে দেশের বর্তমানে ভারতে অবস্থান করা যে সব নাগরিক জরুরী প্রয়োজনে বাংলাদেশে ফিরতে চান, তাদের কলকাতায় সে দেশের ডেপুটি হাই কমিশনার অফিস থেকে অনুমতি নিতে হবে। যদি ডেপুটি হাইকমিশন আবেদন বিবেচনা করে সবুজ সঙ্কেত দেয়, তাহলে একমাত্র বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোর হয়েই সেই সমস্ত বাংলাদেশের নাগরিকরা সে দেশে ঢুকতে পারবেন। সেই জন্য তাদের আবেদন করতে হবে কলকাতায় ডেপুটি হাই কমিশনারের অফিসে।
একই সঙ্গে এই সময়ের মধ্যে বাংলাদেশের যাওয়ার নতুন ভিসা ইস্যু করা হবে না। যে সমস্ত বাংলাদেশের নাগরিক জরুরী ভিত্তিতে ডেপুটি হাই কমিশনের অনুমতি নিয়ে সে দেশে ফিরতে চান, সেই অনুমতি পাওয়ার পর, তাদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে। ওপারে যাওয়ার পর স্থানীয় প্রশাসন ঠিক করবে তাদের বাড়িতে যেতে দেওয়া হবে, নাকি কোন সেফ হোমে রাখা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version