কলকাতা ব্যুরো: এবার চূড়ান্ত বিতর্কে ওয়েব সিরিজ অভয় 2। জওয়ানদের নিয়ে সত্য ঘটনা অবলম্বনে এই ছবি তৈরি হয়েছে। কিন্তু ছবির এক জায়গায় দেখা যাচ্ছে থানার বোর্ডে অপরাধীদের সঙ্গেই ছবি শহীদ ক্ষুদিরাম বসুর। যে যুবক মাত্র ১৯ বছর বয়েসে দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে ব্রিটিশের ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ কড়ছেন, তাঁর ছবি একজন অপরাধী হিসেবে থানার বোর্ডে ঝুলিয়ে রাখায় সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এটা কি দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অসম্মান নয়? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এমন চলতে থাকলে ছবি দেখা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ। কারণ যে ভাবে ছবিটি ক্যামেরায় দেখা যাচ্ছে তাতে রুষ্ট ওয়েবে সিনেমা প্রেমীরা।
১৪ আগস্ট ক্ষুদিরামের মৃত্যুদিন স্মরণ করলো দেশ।
চারিদিক থেকে বিতর্কের ঝড় ওঠায় যে প্লাটফর্মে এই ছবি সদ্য মুক্তি পেয়েছে সেই জি5 সংস্থা নিঃশর্ত ক্ষমা চেয়েছে এমন ভুলের জন্য। ওই ছবিটি আপাতত ব্ল্যার করে দেওয়ার আশ্বাস দিয়েছে। কোনো জাতি বা সমষ্টির প্রতি অসম্মান করা তাঁদের উদ্দেশ্য নয় বলেও সাফাই দিয়েছে ওই সংস্থাটি।

https://twitter.com/vidyut98/status/1295000542297505792
Share.
Leave A Reply

Exit mobile version