কলকাতা ব্যুরো: এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, একাধিকবার সেই দাবি জানিয়েছেন নেতারা। এবার তাতে সিলমোহর দিলেন স্বয়ং মডেলই। রবিবার জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় ইডির হাতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে সাংবাদিকরা তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে জিজ্ঞাসা করলে তিনি সাফ জানান, আমি কোনও দল করি না।

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় প্রায় ২৭ ঘণ্টা জেরার পর ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। তাঁর সূত্রেই টালিগঞ্জের বিলাসবহুল আবাসনে তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, অর্পিতাকে চেনেন কিন্তু টাকার উৎস সম্পর্কে কিছু জানেন না।

পরে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা সাংবাদিক বৈঠকে একই দাবি করেছিলেন। স্পষ্টই তাঁরা বলেন, যাঁর বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে, তিনি তৃণমূলের কেউ নন, কোনও যোগ নেই দলের সঙ্গে। এমনকী ২১ জুলাই শহিদ স্মরণের মঞ্চে অর্পিতার জ্বলজ্বলে উপস্থিতি নিয়েও কুণাল ঘোষের বক্তব্য ছিল, দলের কোন অনুষ্ঠানে, কার আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন, তার দায় দলের নয়।

রবিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য ইএসআই হাসপাতাল থেকে বেরনোর পথে অর্পিতা নিজেই তাঁদের এসব দাবিকে সমর্থন করলেন। স্পষ্ট বললেন, আমি কোনও দল করি না। আগেই তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে আইনের উপর আস্থার কথা বলেছিলেন নাকতলা উদয়ন সংঘের পুজোর মডেল। অনড় রইলেন সেই দাবিতেই। পাশাপাশি, বেলঘরিয়ার বাড়িতে থাকা একাকী মা-কে দেখভালের কথাও শোনা গেল অর্পিতার মুখে।

Share.
Leave A Reply

Exit mobile version