কলকাতা ব্যুরো: তিনি নিজে করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন বাড়িতেই আইসোলেশন এ রয়েছেন। ঘরে বসেই তিনি কাজ চালাচ্ছেন নগরপালের। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা গৃহবন্দি অবস্থায় তার অধঃস্তন কর্মীদের আশ্বস্ত করলেন নিজের সম্পর্কে।
একই সঙ্গে তাদের প্রশংসা করেন মহামারীর সঙ্গে লড়াইয়ে মানুষের পাশে থাকার জন্য। এখনো পর্যন্ত বহু কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন। সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই চাকরির ব্যবস্থা করা হয়েছে বলেও তার বার্তায় জানিয়েছেন নগরপাল।
গত ছ’মাস ধরে তার বাহিনী যেভাবে সামনে দাঁড়িয়ে লড়াই করছে তাকে কুর্নিশ জানিয়ে নগরপাল আরো বেশি সতর্ক থেকে কর্মীদের কাজ করার জন্য আবেদন করেছেন।
