কলকাতা ব্যুরো: সিবিআই জেরায় নাকি ঠিকমতো উত্তর দিচ্ছেন না। তবে শনিবার অসহযোগিতার সমস্ত অভিযোগ খারিজ করলেন দাপুটে তৃণমূল নেতা। তাঁর দাবি, ১০০ বার সিবিআইকে সহযোগিতা করেছি। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার পথে একথা জানান তিনি। শনিবার ফের আসানসোল বিশেষ আদালতে তোলা হবে বীরভূমের তৃণমূল নেতাকে।

গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে নিজাম প্যালেসেই ছিলেন তিনি। শনিবারই শেষ হচ্ছে তাঁর সিবিআই হেফাজত। সূত্রের খবর, তদন্তকারী সংক্রান্ত নানা তথ্যের খোঁজে আরও চারদিন তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই কারণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চায় অনুব্রতর আয়ের উৎস ঠিক কী। যা এখনও জানা যায়নি। অনুব্রত ও তাঁর আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের দিকেও নজর রয়েছে সিবিআইয়ের।

এদিকে, শুক্রবার বোলপুরের কালিকাপুরে অনু্ব্রতর ভোলে বোম রাইস মিলে হানা দেন সিবিআই আধিকারিকরা। ওই রাইস মিল থেকে একটি মোটরবাইক-সহ মোট ছ’টি দামি গাড়ি পেয়েছে সিবিআই। বিলাসবহুল গাড়িগুলির মালিকানা নিয়ে প্রথমে জটিলতা তৈরি হয়। তবে পরে জানা যায় রাইস মিলে থাকা ফোর্ড এন্ডেভার গাড়িটির মালিক সিউড়ির এক ব্যবসায়ী।

Share.
Leave A Reply

Exit mobile version