কলকাতা ব্যুরো: দু’দিন কলকাতায় জেরা করার পর মুর্শিদাবাদ থেকে আল-কায়েদা জঙ্গি সন্দেহে ধৃতদের সোমবার দিল্লি নিয়ে গেল এনআইএ। এদিন বিকেলের পর কলকাতা থেকে দিল্লিগামী তিনটি বিমানে, দুজন করে অভিযুক্তকে নিয়ে তদন্তকারী দলটি দিল্লি যায়। ইতিমধ্যেই অভিযুক্তদের দীর্ঘ জেরা করেছে এনআইএ। আবু সুফিয়ানের বাড়ি থেকে যে মাটির নিচে গোপন ঘর উদ্ধার হয়েছে, সে ব্যাপারে তদন্তকারীরা নতুন কিছু তথ্য পেয়েছেন।

স্থানীয় এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন, গর্ত খুঁড়ে ওই ঘরটাকে কোনও লোক ডেকে করানো হয়নি। ফলে অভিযুক্ত একাই চুপিচুপি সেটি করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আরো দৃঢ় হচ্ছে। এদিন কলকাতা থেকে ধৃত ছয়জনকে দিল্লি নিয়ে যাওয়ার পর ২৪ সেপ্টেম্বর তাদের পাটিয়ালা হাউস কোর্টে হাজির করতে হবে এনআইএ-কে। এর মধ্যে কেরল থেকে ধৃত অন্য তিনজনের সঙ্গে এদের সামনাসামনি বসিয়ে জেরা করতে চায় তদন্তকারী সংস্থা।

যদিও আল-কায়েদা জঙ্গী’ হিসেবে চিহ্নিত করে যাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা কতটা কট্টর সন্ত্রাসবাদি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তাদের প্রতিবেশী ও বিভিন্ন গণসংগঠন। তারা এ ব্যাপারে বেশ কিছু যুক্তি দিয়ে প্রশ্ন তুলেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version