কলকাতা ব্যুরো: বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস শ্যাম সিং। এদিন নির্ধারিত সময় সকাল ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির সদর দফতরে পৌঁছে যান তিনি। মঙ্গলবার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন আইপিএস কোটেশ্বর রাও।
আইপিএস শ্যাম সিং-এর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে চাইবেন যে, তিনি যখন বীরভূম জেলার পুলিশ সুপার ছিলেন, সেই সময় কয়লা পাচার কাণ্ডে তিনি কী কী তথ্য জানতে পেরেছিলেন? এছাড়াও তিনি পুলিশ সুপার থাকাকালীন তাঁর অধীনস্থ কোনও থানায় কয়লা কেলেঙ্কারির কোনও লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের হয়েছিল কি না, যদি লিখিত বা মৌখিক অভিযোগ এসে থাকে তাহলে একজন পুলিশ সুপার হিসেবে তিনি কী কী পদক্ষেপ করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন গোয়েন্দারা৷
ইতিমধ্যেই রাজ্যে কয়লা পাচার কাণ্ডে দিল্লির ইডি দফতরে বাংলার আটজন আইপিএস আধিকারিককে তলব করেছে ইডি। মঙ্গলবার আইপিএস কোটেশ্বর রাওকে বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, মঙ্গলবার কোটেশ্বর রাওকে তাঁর আয়কর ফাইল-সমেত একাধিক নথিপত্র জমা দিতে বলা হয়েছে। গোয়েন্দারা অনুমান করছেন, রাজ্যে কয়লা পাচারের লভ্যাংশ থেকে একাধিক প্রভাবশালী যেমন লাভবান হয়েছিলেন, ঠিক সেই ভাবে লাভবান হয়েছিলেন রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। ফলে এই সব আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন ইডি-র গোয়েন্দারা।
কয়লা পাচার কাণ্ডে এর আগেই বাংলার মোট আটজন আইপিএস আধিকারিককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়। এই তালিকায় রয়েছেন, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং, শ্যাম সিং, কোটেশ্বর রাও, এস সেলভামুরগান, তথাগত বসু-সহ মোট আটজন আইপিএস। দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে তাঁদের।

Share.
Leave A Reply

Exit mobile version