কলকাতা ব্যুরো: অ্যাডভার্টাইসিং ও পাবলিক রিলেশনস যদি আপনার পছন্দের পছন্দ হয়ে থাকে, তবে এই প্রতিষ্ঠানগুলিতে পাওয়া যাবে স্বপ্নপূরণের চাবিকাঠি। এখানে এমন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ দেওয়া হলো।

১) নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি– এখানে পাবলিক রিলেশন ও অ্যাডভার্টাইসিংয়ে স্নাতকোত্তর ডিপ্লোমার সুযোগ রয়েছে। এক বছরের এই কোর্স ডিসটেন্স বা করেসপন্ডেন্সে করা যেতে পারে।

২) আইএএস অ্যাকাডেমি– এখানে পাবলিক রিলেশন ও মার্কেটিং কমিউনিকেশনে ২ বছরের স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্স করানো হয়। ডিসটেন্স বা করেসপন্ডেন্সে এই কোর্স করা যায়। আবার অ্যাডভার্টাইসিংয়ে এক বছরের ডিপ্লোমারও সুযোগ রয়েছে এখানে। দশম শ্রেণির পর এই ডিপ্লোমা করা যেতে পারে। এমনকি সার্টিফিকেট কোর্স করতে চাইলে, ৬ মাসের জন্য ডিসটেন্স বা করেসপন্ডেন্সে এই কোর্স করা যেতে পারে।

৩) টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি– এখানে অ্যাডভার্টাইসিং ডিজাইন ও ডিজিটাল কমিউনিকেশনে ১৮ মাসের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিপ্লোমা করানো হয়।

৪) ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস– ডিজিটাল মার্কেটিংয়ে ১ বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। আবার পাবলিক রিলেশন ও অ্যাডভার্টাইসিংয়ে করানো হয় ২ বছরের ডিপ্লোমা কোর্স। ডিজিটাল মার্কেটিংয়ে সার্টিফিকেট কোর্স করতে চাইলে সেই সুযোগও দেয় এই প্রতিষ্ঠানটি। সে ক্ষেত্রে প্রোফেশনাল ডিজিটাল মার্কেটিংয়ে ৬ মাসের পূর্ণ সময়ের সার্টিফিকেশন কোর্স করানো হয়। পাশাপাশি এক ও তিন মাসের সার্টিফিকেশন কোর্সেরও সুযোগ রয়েছে এখানে।

৫) অ্যাডভেন্ট স্কুল অফ কমিউনিকেশন– এখানে অ্যাডভার্টাইসিংয়ে এক বছরের পূর্ণ সময়ের স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্স করানো হয়।

৬) অ্যানেক্স কলেজ– এখানেও অ্যাডভার্টাইসিংয়ে এক বছরের পূর্ণ সময়ের স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্স করানো হয়।

৭) ন্যাশনাল অ্যাকাডেমি অফ মিডিয়া অ্যান্ড ইভেন্টস- এখানে অ্যাডভার্টাইসিংয়ে ১ বছরের পূর্ণ সময়ের স্নাতকস্তরের ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version