কলকাতা ব্যুরো: ঘটনার সূত্রপাত আজ সকালে। বলিউড অভিনেতা ইমরান হাশমি সকালে একটি টুইট করেন। সেখানে ইমরান একটি সংবাদপত্রের লিংক দিয়ে লিখেন বিহারের এক ছাত্রের পরীক্ষার এডমিট কার্ডে মা বাবার নামের জায়গায় লেখা রয়েছে সানি লিওন ও ইমরান হাসমির নাম।

টুইট করে ইমরান হাশমি লিখেছেন এই ইমরান হাশমি আর আমি এক ব্যক্তি নই। আমার এরকম কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমার এই রকম কোন ছেলে নেই। ইমরানের এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হাসাহাসি শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও।

অনেকে আবার সংবাদপত্রকে ছেলেটির সাক্ষাৎকার নিতে অনুরোধ করেছে। এমনকি এই ছেলেটির ছবি প্রকাশের অনুরোধ এসেছে সংবাদপত্রের অফিসে। এ বিষয়টি নিয়ে ইমরান হাশমি মন্তব্য করলেও, কুলুপ এঁটেছেন সানি লিওন।

Share.
Leave A Reply

Exit mobile version