কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশের হাথরসের নৃশংস ঘটনার প্রতিবাদে আসানসোলে রাস্তায় নামলেন আদিবাসীরা। বুধবার আদিবাসী সমন্বয় কমিটির ডাকে আসানসোলে বিক্ষোভ মিছিল করেন আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। আসানসোল রবীন্দ্র ভবন থেকে ধামসা, মাদল বাজিয়ে শুরু হয় মিছিল। শেষ হয় মহকুমা শাসকের অফিসের সামনে। সেখানে হাথরাসের ঘটনার প্রতিবাদ জানিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেন আদিবাসী সমন্বয় কমিটির নেতারা।
Previous Articleআসানসোলে কৃষি বিলের পক্ষে সওয়াল বাবুলের
Next Article দিনের শুরু রিলায়েন্সের, শেষ টাটার
Related Posts
Add A Comment