কলকাতা ব্যুরো: জ্বালানির জালায় নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার। লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। সেই ইস্যুতে আবার কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে।

উল্লেখ্য, লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ। চড়চড়িয়ে বাড়ছে দাম। মঙ্গলবার ধুপগুড়ির কর্মিসভা থেকে সে প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, আজ থেকে আট বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। পেট্রোল ১০৬ টাকা, কেরোসিন যা ১৬ টাকা প্রতি লিটার ছিল, তা বেড়ে হয়েছে ১০২ টাকা। মানুষ পেট্রোল ভরতে পারছে না। গোটা ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতিতে। এভাবে চলতে থাকলে মানুষ খেতে পাবেন না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে। মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো পদক্ষেপ করবে।

এছাড়া প্রকল্পের নামবদল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, বাংলার বাড়ি, তাই মুখ্যমন্ত্রী নাম দিয়েছিলেন বাংলা আবাস যোজনা। তাতে প্রধানমন্ত্রীর ইগোতে লেগেছে। তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিজেপির নেতারাই একথা বলছে বিভিন্ন জায়গায়। এভাবে চলতে পারে না। কেন্দ্র টাকা দিক বা না দিক, মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকবে। পাশাপাশি অভিষেকের (Abhishek Banerjee) আরও অভিযোগ, বাংলার টাকা থেকেই বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। ইনকাম ট্যাক্স, জিএসটির নাম করে মোটা টাকা নিয়ে যাচ্ছে বিজেপি।

এছাড়াও এদিন বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক। সোমবারই গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে মোদির তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। সরকার বিরোধী বিক্ষোভকারীদের হামলায় রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। কিছুদিন পর এই রাজাপক্ষের মতোই অবস্থা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, তেমনটাই বলেছিলেন ইদ্রিশ আলি। এবার সেই সুর অভিষেকের (Abhishek Banerjee) গলাতেও। একইভাবে বিজেপিকে বিঁধলেন তিনি।

তবে এদিন ধূপগুড়ি পুর ফুটবল ময়দানের জনসভার আগে সকালেই দোমোহানি গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ সারেন অভিষেক। মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যা, অভাবের কথাও জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পুজো দেন কালী মন্দিরেও।

Share.
Leave A Reply

Exit mobile version