কলকাতা ব্যুরো: আন্তর্জাতিক হস্তিদিবসে জোড়া হাতির মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুটি হাতির। ডুয়ার্সে মৃত দুটি হাতিই নাবালক। দুটিই মর্দা। একটির বয়স মাত্র ৩ বছর। অন্যটি ৬ বছরের।

আলিপুরদুয়ার জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভূতরি জঙ্গলে অপ্রাপ্তবয়স্ক হাতি দুটির দেহ উদ্ধার হয়। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় জঙ্গলে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন গিয়েছে। ওই লাইন থেকে কোনভাবে এলাকাটি তড়িৎযুক্ত হয়ে পড়ে। এলাকাটি দিয়ে যাওয়ার সময় নাবালক হাতি দুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে মনে করা হচ্ছে।

বক্সা ব্যাঘ্র প্রকল্পে গত কয়েক মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকটি হাতির মৃত্যু হল। অধিকাংশ ক্ষেত্রে অবশ্য স্থানীয় বাসিন্দাদের লাগানো বিদ্যুৎবাহী তারের বেড়ার স্পর্শে মৃত্যু হয়েছে। তবে এমন হাই ভোল্টেজ লাইনের থেকে এলাকাটি তড়িৎযুক্ত হওয়ার কারণে এমন হাতি মৃত্যুর নজির খুব একটা নেই।

Share.
Leave A Reply

Exit mobile version