কলকাতা ব্যুরো: সামগ্রিক ভাবে বাংলার যা পরিস্থিতি, তার সঙ্গে উত্তরবঙ্গের ছবিটা মিলছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যখন সংক্রমণে রাশ পরার লক্ষ্মণ দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে তখন তার কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না।
গঙ্গার দক্ষিণ পাড়ের জেলাগুলিতে যত লোক রোজ আক্রান্ত হচ্ছেন করোনায়, তার চেয়ে বেশি জন সুস্থ হয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় উল্টো ছবি। অথচ প্রথম দিকে উত্তরবঙ্গে সংক্রমণ তেমন ছিলই না।
আলিপুরদুয়ারে একদিন বেশি তো একদিন কম পরিসংখ্যান দেখা যাচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের রোজকার বুলেটিনের সঙ্গে জেলার বুলেটিন সবসময় মিলছেও না। শনিবার আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ১৪। অথচ রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে যে পরিসংখ্যান, সেটা সম্ভবত শুক্রবারের। তাতে আক্রান্ত ৫৬, সুস্থ হয়েছেন একদিনে ২৪ জন। কোচবিহারে আজ আক্রান্ত ৬৮। রাজ্যের বুলেটিন অনুযায়ী আক্রান্ত ৯১, সুস্থ ৪৪। আজ জলপাইগুড়ি জেলায় আক্রান্ত ৫০। রাজ্যের বুলেটিনে আক্রান্ত ৫০, সুস্থ ৯০। যদিও গতকাল জলপাইগুড়িতে আক্রান্ত আরও বেশি ছিল।
দার্জিলিং জেলায় আজ আক্রান্ত ১১০। রাজ্যের বুলেটিনে আক্রান্ত ১০৪, সুস্থ ৬৭। উত্তর দিনাজপুরে আজ জেলার হিসাবে আক্রান্ত ৫২। রাজ্যের বুলেটিনে ৫২, সুস্থ ৫০। দক্ষিণ দিনাজপুরে জেলার হিসেবে আজ ১২৮, রাজ্যের পরিসংখ্যানে ১০৮, সুস্থ মাত্র ১২। মালদহে আজ আক্রান্ত ১৩৬, রাজ্যের বুলেটিনে ১১০, সুস্থ ১৩০। উত্তরবঙ্গে আজ ৪ জনের মৃত্যু হয়েছে। শিলিগুড়ির ২ জন, আলিপুরদুয়ারের ১ ও মালদহের ১ জন।

Share.
Leave A Reply

Exit mobile version