কলকাতা ব্যুরো: যাদবপুরের পরে এবার গড়ফাতেও চালু হলো শ্রমজীবী ক্যান্টিন। রবিবার ওই ক্যান্টিনের উদ্বোধন করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরের ক্যান্টিনটা থেকে লক ডাউনের পর থেকেই দিনে ৫০০ জনকে রান্না করা খাবার বিলি করা হচ্ছে। আর নতুন ক্যান্টিনটি থেকে রোজ ৬০০ মানুষকে খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

ওই ক্যান্টিনটি উদ্বোধন করে সুজন চক্রবর্তী বলেন, মানুষ প্রাথমিকভাবে নিজের খাবার নিজেই জোগাড় করার চেষ্টা করে। যারা তা পারছেন না তাদের খাবারের সংস্থান করা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু রাষ্ট্র তা করছে না। তাই বামপন্থীরা মানুষের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ নিয়েছে।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই দুটি ক্যান্টিন রাজ্যে কমিউনিটি কিচেনের মডেল হিসেবে গড়ে উঠছে।

যাদবপুরের পরে এবার গড়ফাতেও শ্রমজীবী ক্যান্টিন
Share.
Leave A Reply

Exit mobile version