কলকাতা ব্যুরো: দেশের অন্যতম দীর্ঘ রোপওয়ে পথ আজ চালু হচ্ছে আসামে। গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটির মধ্যে আজ এই রোপওয়ের উদ্বোধন করবেন সেখানকার অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। ব্রহ্মপুত্র নদের উপর ফিয়ে ৩২ জন যাত্রী নিয়ে এই রোপওয়ে সাতমিনিটে পারাপার করবে দু’কিলোমিটার পথ। মূলত ব্রহ্মপুত্র নদের দু’পারের মধ্যে দ্রুত যোগাযোগ গড়ে তুলতে বহু দিন থেকে এই রোপওয়ের পরিকল্পনা তৈরি হচ্ছিল।

স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, বহু বাইরের পর্যটক গুয়াহাটি গেলে নৌকায় ব্রহ্মপুত্র নদী পেরিয়ে উত্তর গুয়াহাটি নদের উল্টোদিকে যান। প্রাকৃতিক পরিবেশ এবং সেখানকার দোলগোবিন্দ মন্দিরকে কেন্দ্র করে কিছু সময় সেখানে কাটান পর্যটকরা। কিন্তু নদে জল বাড়লে যোগাযোগ ব্যবস্থা প্রায় তলানিতে যায়। এই অবস্থায় এই কেবলকার সবদিক থেকে কাজে আসবে বলে আশা সরকারিকর্তাদের।

Share.
Leave A Reply

Exit mobile version