কলকাতা ব্যুরো : পশ্চিমবঙ্গে সংক্রমণ থাকলেও ভোট যে নির্দিষ্ট সময় হতে চলেছে এমনই ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। তিনি জানান অক্টোবর মাসে করোনার মধ্যেই সুষ্ঠুভাবে বিহারে ভোট করা গিয়েছে। এটা কমিশনকে বাড়তি আত্মবিশ্বাস যুগিয়েছে। আগামী বছর মে – জুন মাসে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম ইত্যাদি বিধানসভা ভোট নির্দিষ্ট সময় হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

করণা চলছে কিন্তু গত মাসে বিহার বিধানসভার ভোট সঠিক সময়ে হয়েছে। অনেকেই এটা কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এতে বিহারে করণা সংক্রমণ আরো বেড়ে যেতে পারে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছিলেন। বিহারে সংক্রমনের প্রভাব সারাদেশে ছড়িয়ে যাবার আশঙ্কা আছে বলে মনে করা হয়েছিল। আজ সুনিল আরোরা স্বীকার করে নেন এই ভয়ঙ্কর অতিমারির মধ্যে ভোট করার ভাবনাটা দুঃসাহসিক এবং চ্যালেঞ্জিং ছিল। ভোটার, নিরাপত্তাকর্মীদের সঙ্গে যুক্ত সকলেরই যাতে নিরাপদে থাকেন তার প্রমাণের প্রয়োজন ছিল। তিনি দাবি করেছেন সেই চ্যালেঞ্জ কমিশন মোকাবিলা করেছে সফলভাবে। বিহারে এভাবে ভোট করানো বাড়তি অক্সিজেন যুগিয়েছে কমিশনকে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর্ব শেষ হওয়ার কথা আগামী মে মাসের মধ্যে। যদিও আরোরা অবসর গ্রহণ করছেন ১৩ এপ্রিল। কমিশন সূত্রের মতে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলির ভোট হওয়ার কথা রয়েছে সেগুলোর যাবতীয় প্রস্তুতি সেরে রেখে তিনি অবসর নেবেন। তবে তার অবসরের মেয়াদ বৃদ্ধি পেতে পারে বলেও বিশিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে।

শাসক দলের হয়ে কাজ করে কমিশন জয় পরাজয়ের হিসেব পাল্টে দেয় এমন অভিযোগ করেছে আর জে ডি ও জাতীয় কংগ্রেস। কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ এসেছে। এমনকি পোস্টাল ব্যালটে কারচুপি নিয়ে সরব হয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এসব নিয়ে আজ মুখ খুলতে চাননি মুখ্য নির্বাচন কমিশনার। শুধু জানিয়েছেন নির্বাচন কমিশন আগেই এসব জবাব দিয়ে দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version