কলকাতা ব্যুরো: হওয়ারই ছিল, হয়ে গেল। বাংলায় মোট সংক্রমণ ৪ লক্ষ পার করে গেল। দৈনিক সংক্রমণে অবশ্য গত দু সপ্তাহের স্থিতাবস্থা যথারীতি বহাল। সামগ্রিক ভাবে রাজ্যে দৈনিক করোনামুক্ত ও সুস্থতার হার বাড়লেও কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ মুক্তের সংখ্যা কমে গিয়েছে।
উলটে এই দুই জেলায় দৈনিক মৃত্যু আবার বেড়ে গেল। রাজ্যে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪,০১,৪৯৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৯২৮। অন্যদিকে, এই সময়ে সুস্থের সংখ্যা ৪,৩৩৯। ফলে রাজ্যে এখন করোনামুক্তের মোট সংখ্যা ৩,৫৯,০৭১। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.৪৬। কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ও করোনামুক্তের পরিসংখ্যান দেখলেই ফারাকটা বোঝা যাবে।
কলকাতায় এইসময়ে আক্রান্ত ৮৫১, করোনামুক্ত ৬৪৭, উত্তর ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ৮৩৬ ও ৬৩৭। কলকাতায় এইসময়ে করোনার বলি ২০, উত্তর ২৪ পরগনায় ১৫। রাজ্যে পজিটিভিটি রেট ৮.২৪। এই হার জাতীয় গড়ের অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় আবার দৈনিক মৃত্যু সামান্য বেড়ে হয়েছে ৫৮। ফলে রাজ্যে করোনার মোট বলি হলেন ৭,২৩৫ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে মৃত্যুর গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান হল, হুগলিতে ৪, হাওড়ায় ৪, নদিয়ায় ৪, দক্ষিণ ২৪ পরগনায় ৩, ঝাড়গ্রামে ১, পুরুলিয়ায় ১ ও বীরভূমে ১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৪৫,২২৭ জনের। হুগলিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৭২ ও করোনামুক্ত ২৬৫, হাওড়ায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ১৯৬ ও ২৭৭, নদিয়ায় ১৬৬ ও ২১০ ও দক্ষিণ ২৪ পরগনায় ২৪২ ও ৩৩৮ জন।

Share.
Leave A Reply

Exit mobile version