কলকাতা ব্যুরো: রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মঙ্গল-বুধবার বৃষ্টি উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ৪৮ ঘন্টা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ওড়িশা উপকূলে এর প্রভাব সবথেকে বেশি। নিম্নচাপের সঙ্গেই ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত হয়েছে। এর প্রভাবে ওড়িশা ঝাড়খণ্ডের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বৃষ্টির পূর্বাভাস। কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায়।

আগামীকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন। মঙ্গল-বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে । ভারী বৃষ্টি কয়েক পশলা হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কলকাতায় আজ মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৪ মিমি। বঙ্গোপসাগরে নিম্নচাপ এর সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং আরব সাগরের মহারাষ্ট্র উপকূলে।

Share.
Leave A Reply

Exit mobile version