কলকাতা ব্যুরো: আজ মঙ্গলবার দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে।সন্ধের পর ঝোড়ো হাওয়া বইবে।বুধবার বিকেল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা, মন্দারমনি, সাগরদ্বীপ সমুদ্রসৈকতে জারি হয়েছে সর্তকতা। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় ৫৫ কিলোমিটার বেগে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে।
উত্তর বঙ্গোপসাগরে রয়েছে ঘনীভূত নিম্নচাপটি। আগামী ৪৮ ঘণ্টায় তা আরো শক্তি সঞ্চয় করবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের সাগরে এই নিম্নচাপের অবস্থান।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু-এক পশলা ভারী বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।
কাল থেকে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা থাকছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।

উত্তরবঙ্গে বুধবারে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টির সর্তকতা থাকছে আবহাওয়া দপ্তরের। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ২৯.৬ মিমি।

Share.
Leave A Reply

Exit mobile version