কলকাতা ব্যুরো: পূর্বাভাস ছিলোই। প্রথমে তিনদিন বৃষ্টি চলার কথা থাকলেও, আবহাওয়া দপ্তরের পরবর্তী পূর্বাভাসেই বলা হয়েছিল, জোড়া নিম্নচাপের জেরে ২৫ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলবে বৃষ্টি।

পূর্বাভাস অনুযায়ীই শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চলছে দফায় দফায় বৃষ্টি। বস্তুত বৃষ্টি হয়েছে গত রাতেও। দিনের প্রায় পুরো সময়টাতেই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। তার মধ্যেই ভারী বৃষ্টি হয়েছে কয়েক দফায়। তবে একটানা বৃষ্টি না চলায় এখনো শহরে সেই পরিমান জল জমেনি। নিচু এলাকাগুলো এবং নিকাশি নালার উপযুক্ত ব্যবস্থা যেখানে যেখানে নেই, সেই এলাকায় চিত্র আলাদা।

পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহভর ভারী বৃষ্টিতে জল বাড়বে নদীগুলোতে। জলে ভাসতে পারে কলকাতা সহ শহরতালির শহরগুলো। এ বিষয়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বুধবার সকালেই তৈরি হয়েছিল প্রথম নিম্নচাপটি। যা পশ্চিমদিকে এগোনোর কথা। ইতিমধ্যেই স্পষ্ট ও জোরালো হয়েছে। দ্বিতীয় নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হতে চলেছে ২৩ আগস্ট নাগাদ। যার প্রভাবে ২৫ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version