কলকাতা ব্যুরো: মঙ্গলবার হাইকোর্টের রায়ের গুঁতোয় বুধবার রাতে ফের করোনা নিয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে কমিশন থেকে সব রাজনৈতিক দল ও নেতাদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোন দল করোনা বিধি ভঙ্গ করে প্রচার চালায়, সে ক্ষেত্রে তাদের যাবতীয় প্রচার বাতিল করে, প্রার্থীর মনোনয়ন পর্যন্ত খারিজ করতে পারে নির্বাচন কমিশন। আর এ ক্ষেত্রে নির্বাচন কমিশন হাতিয়ার করেছে কলকাতা হাইকোর্টের মঙ্গলবার এর রায়কে। যেখানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দেওয়া হলফনামার অংশ তুলে ধরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রয়োজনে তাদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বিধি না মানলে প্রচার বন্ধ করার পথে হাটুক নির্বাচন কমিশন।

এদিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এ দিন রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, কোনোভাবেই যে সময় বেঁধে দেওয়া হয়েছে প্রচারের জন্য, সেই সময়ের মধ্যে করোনা বিধি উপেক্ষা করে প্রচার করলে ছাড় দেওয়া হবে না কোন রাজনৈতিক দলকেই। সে ক্ষেত্রে কমিশনের থেকে প্রচার এর জন্য আগাম অনুমতি নেওয়া থাকলেও, তা বাতিল করা হবে। সেই জন্য মুখ্য সচিব, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক থেকে জেলাশাসকদেন ফের সতর্ক করে দিয়েছে কমিশন। প্রয়োজনে পুনরায় তাদের প্রচারের বিষয়টিতে নজর দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত এই মামলাটির বৃহস্পতিবার শুনানি আছে আবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ। আগে রাজ্য সরকার করোনা নিয়ন্ত্রণ করতে প্রচারে বিধি মানানোর থেকে নিজেদের হাত গুটিয়ে নিলেও, এই শুনানিতে রাজ্য সরকারকে জানাতে হবে করোনা নিয়ন্ত্রণে তাদের ভূমিকা কি। তার আগে যেহেতু নির্বাচন কমিশনকে সবরকম স্বাধীনতা দিয়ে হাইকোর্ট এ ব্যাপারে যেকোনো রকম অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছিল, তাই শুনানির আগের রাতেই কমিশন ফের একবার বিজ্ঞপ্তি জারি করে তাদের দায় মুক্ত রাখল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Share.
Leave A Reply

Exit mobile version