কলকাতা ব্যুরো: দুধের স্বাদ ঘোলে। অন্য বছর এ সময় জেলায় জেলায় ব্যস্ততা থসক তুঙ্গে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে গিয়ে বিভিন্ন প্রকল্পে হাতে হাতে দানধ্যান করেন প্রাপকদের। কিন্তু এবার করোনা কেড়েছে সে সব আনুষ্ঠানিকতা। তাই বুধবার নবান্ন থেকে ভার্চুয়াল পথেই সাড়া হলো সে সব। করোনা আবহে কন্যাশ্রী, রূপশ্রী, আমপানের ক্ষতিপূরণ, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সরকারি পরিসেবার দান আটকে ছিল। এদিন ২৩ টি জেলার নথিভুক্ত ৩৯ লাখ সুবিধাভোগীর ব্যাংক একাউন্টে সেইসব প্রকল্পের টাকা পাঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই খাতে এদিন মোট এক হাজার ৮৮২ কোটি টাকা দেওয়া হয়েছে।

এছাড়াও ঝাড়খন্ডে গিয়ে খুন হওয়া হাওড়ার জগতবল্লভপুরের এক পরিযায়ী শ্রমিকের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এদিন। লকডাউন এর সময় রাজ্যে যে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরে এসেছিলেন তাদের মধ্যে পাঁচ লাখ ৭০ হাজার শ্রমিককে ১০০ দিনের প্রকল্পে কাজ দেওয়া হয়েছে বলেও দাবি রাজ্যের।

Share.
Leave A Reply

Exit mobile version