কলকাতা ব্যুরো: অগস্টের শুরু থেকেই রাজ্যে বৃষ্টিতে যথেষ্ট ক্ষতি হয়েছে সব্জির। বিশেষত পটল, ঝিঙে, করলা, ঢেঁড়সের। এদের বেশিবভাগই লতানো গাছ। ঢেঁড়স লতানো গাছ না হলেও বেশি বৃষ্টিতে ওই গাছে ফুল ফুটতে পারে না। এর জেরে বাজারে প্রায় সব সব্জির জোগান অনেকটাই কম। চাহিদা এবং জোগানের ঘাটতির ফলে সব্জির বাজার দরও চড়া। এর সঙ্গে পড়ছে লক ডাউনের প্রভাবও।

কোলে মার্কেট ভেন্ডার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কমল দে জানান, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাএবং বনগাঁ মহকুমার বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়। অথচ বনগাঁতে প্রচুর পরিমানে সব্জির চাষ হয়। তার বেশিরভাগই পচে গিয়েছে। ভাদ্র মাস শেষের আগে নতুন কোনো সব্জিও উঠবে না। ফলে আপাতত বাজারে সব্জির দাম কমার সম্ভাবনা কমই বলা চলে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরো কয়েকদিন যদি টানা বৃষ্টি চলে তবে এখনো মাঠে যেটুকু সব্জি রয়েছে তাও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version