কলকাতা ব্যুরো: নির্যাতিতার দেহ মাঝরাতে জ্বালিয়ে দেওয়ার জন্য গোলমালের ষড়যন্ত্র কারণ বলে সুপ্রিম কোর্টে যুক্তি দিল উত্তর প্রদেশ সরকার। মঙ্গলবার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের যুক্তি, পরদিন সকালে ওই দেহ নিয়ে বড়োসড়ো গোলমাল পাকানোর চেষ্টা করছিল কিছু লোকজন। এদিন সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারই আগবাড়িয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায়। সরকারের বক্তব্য, শুধু হাথরসে ১৯ বছরের মেয়েকে নিগ্রহের ঘটনায় নয়, এই ইস্যুকে সামনে রেখে কিছু সংবাদমাধ্যম ও রাজনৈতিক দল জাতিগত বিদ্বেষ তৈরি করেছিল. সিবিআই তদন্তের মধ্যে সেই ঘটনাকেও রাখার আবেদন জানায় উত্তরপ্রদেশ সরকার।

এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে আদালতে আরও দাবি করা হয়, নির্যাতিতার ধর্ষণের কোন প্রমাণ আলীগড় মেডিকেল কলেজের রিপোর্টে নেই। তার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে স্পাইনাল কর্ডে ইনজুরি। একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের মামলায় বক্তব্য, এই ইস্যুকে সামনে রেখে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে।

যদিও সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় আবেদন করা হয়েছিল, সিবিআই তদন্ত অথবা কোন সিট গড়ে সুপ্রিম কোর্ট এই মামলার তদন্ত তত্ত্বাবধান করুক। মামলাটি শুনানি চলছে এখনো সুপ্রিম কোর্টে।

Share.
Leave A Reply

Exit mobile version