কলকাতা ব্যুরো: অসুস্থতা কাটিয়ে শনিবার থেকে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচলের প্রচারে নামছেন ডোনাল্ড ট্রাম্প। ভোট বড় বালাই। তা সে ভারতেই হোক বা আমেরিকায়। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন মাস খানেক বাদেই। হাতেও তাই সময় কম। এই অবস্থায় তড়িঘড়ি অসুস্থতা কাটিয়ে প্রচারে নামতে চলেছেন ট্রাম্প।
কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর প্রথমে কোয়াটানটিনেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। পরে অবশ্য চারদিন তাকে হাসপাতালে থাকতে হয়। যদিও দিন কয়েক আগেই হোয়াইট হাউসে ফেরেন তিনি। হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, সুস্থ আছেন মার্কিন প্রেসিডেন্ট। চিকিৎসায় তিনি ভালো সাড়া দিয়েছেন। প্রচারকে ঘিরে ফের ডোনাল্ড ট্রাম্প এবং জো বিডেনের বিতর্কের দিকে আবার নজর থাকবে বিশ্বের।

Share.
Leave A Reply

Exit mobile version