কলকাতা ব্যুরো : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ” করোনা মোকাবিলায় সত্যিই দারুন খবর দিতে চলেছি । আর দু সপ্তাহ অপেক্ষা করুন। করোনা প্রতিষেধক তৈরির দৌড় এ , শেষ ল্যাপ এ ঢুকে পরলো আমেরিকা ও। মার্কিন বায়টেক সংস্থা মডারনা এবং ফাইসার ও। আমেরিকান নেশন্যাল ইনস্টিটিউট অফ হেলথ এর সঙ্গে জোট বেঁধে গতকাল ই তারা নেমে পড়েছেন তাদের সম্ভাব্য ভ্যাকসিন ক্যান্ডিডেট এর শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প টিকা দৌড় এ বাজিমাৎ করতে চাইছেন, এমনি খবর রাজনৈতিক বিশ্লেষক দের। জানা যাচ্ছে প্রথম পর্যায়ের ট্রায়াল এ ৩০ হাজার সেচ্ছাসেবী অংশ নেবেন। অন্যদিকে বিশেষজ্ঞ মহল মনে করছে টিকা পরীক্ষার শেষ ধাপে কোনরকম তাড়াহুড়ো করা উচিত নয়। এমনিতে টিকা তৈরিতে বহু বছর সময় লাগে। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে অন্তত দেড় বছর সময় দেওয়া উচিত।

Share.
Leave A Reply

Exit mobile version