কলকাতা ব্যুরো: চ্যানেলগুলিতে টিআরপি কেলেঙ্কারি মামলার তদন্ত হাতে নেওয়ার ব্যাপারে বুধবার সিবিআই তৎপরতা শুরু হতেই, বৃহস্পতিবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাকে আগের দেওয়া জেনারেল কন্সেন্ট তুলে নিল মহারাষ্ট্র সরকার। এদিন মহারাষ্ট্র সরকারের বিশেষ সচিব জানিয়ে দিয়েছেন, এখন থেকে রাজ্য সরকার অনুমতি না দিলে কোন তদন্ত নিষেক পারবেনা সিবিআই।

মহারাষ্ট্র সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী হাজার ১০৮৯ সালের ২২ ফেব্রুয়ারি যে নির্দেশ জারি হয়েছিল, তারপরে সিবিআই রাজ্যে কোন মামলার তদন্তভার নিতে গেলে সংশ্লিষ্ট সেই রাজ্য সরকারের অনুমতির দরকার হয়। এর আগে পশ্চিমবঙ্গ এবং রাজস্থান সরকার এই জেনারেল কন্সেন্ট প্রত্যাহার করে নিয়েছিল। টিআরপি কেলেঙ্কারি মামলা সিবিআই তদন্ত করতে দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রিপাবলিক টিভি বোম্বে হাইকোর্ট এ যে এগ
ফ আই আর দায়ের করেছে। সেখানেও এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।

যদিও মহারাষ্ট্র সরকার জেনারেল কন্সেন্ট প্রত্যাহার করলেও তাতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন সিবিআইয়ের প্রাক্তন এই শীর্ষ অফিসার। তার যুক্তি, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার এ ব্যাপারে কনসেন্ট দিয়ে দিলে আর মুম্বাই পুলিশের এফ আই আর নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কোন দায় থাকবে না কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার।

Share.
Leave A Reply

Exit mobile version