কলকাতা ব্যুরো: ফের তৃণমূলে জায়গা করে নিলেন কুণাল ঘোষ। তাঁকে রাজ্য শাখার অন্যতম মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। তৃণমূলের (TMC) পক্ষ থেকে মঙ্গলবার জাতীয় ও রাজ্য স্তরের মুখপাত্রদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় কুণাল ঘোষের নাম এই মুহূর্তে সবচেয়ে বড় চমক। সারদা মামলায় গ্রেপ্তার হওয়ার থেকে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নরমে গরমে। মাঝে মাঝে সমর্থন করলেও কখনও কখনও কুণালের মুখে তৃণমূল ও সরকার বিরোধিতাও শোনা গিয়েছে। আপাতত তাতে তালা পড়ল। রাজ্য স্তরের মুখপাত্রের তালিকায় মোট ২২ জন আছে। জাতীয় স্তরের মুখপাত্র ১২ জন। জাতীয় মুখপাত্র হিসেবে থাকা সাংসদ মহুয়া মৈত্র এবার তালিকা থেকে বাদ পড়েছেন। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ডেরেক ও ব্রায়ান, মণীশ গুপ্ত, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, শশী পাঁজা। রাজ্য স্তরের মুখপাত্রের তালিকায় নাম আছে ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, নূসরত জাহান, ওমপ্রকাশ মিশ্র, সুব্রত মুখোপাধ্যায়, তাপস রায়, সমীর চক্রবর্তী প্রমুখের।

Share.
Leave A Reply

Exit mobile version