কলকাতা ব্যুরো: পূজোর কটা দিন শীততাপ নিয়ন্ত্রিত হেরিটেজ ট্রামে বসেই শহরের উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করার ফাঁকেই ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা। ট্রাম এর মধ্যেই মিলবে ওয়াইফাই ব্যবস্থা। মিলবে টিফিন। এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার এবং এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট, উত্তর ও দক্ষিণে এই দুই রুটে সিঙ্গেল কোচ এসি ট্রাম চালাবে রাজ্য ট্রান্সপোর্ট কর্পোরেশন।

এই পথ দিয়ে যাওয়ার সময় হাতিবাগান সর্বজনীন, কাশি বোস লেন, সিংহী পার্ক, একডালিয়া, বালিগঞ্জ সার্বজনীন সহ একাধিক বড় পুজো দেখতে পাবেন ট্রামে ভ্রমণকারীরা। ট্রামের ভেতর থেকেই তুলে ফেলতে পারবেন ছবিও। মোটামুটি একটি করে রুটে ৪৫ মিনিট করে যাত্রা ধরা হয়েছে। রাজ্য ট্রান্সপোর্ট কর্পোরেশন এর আগেও এমন উদ্যোগ নিয়েছে। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে ছোয়া বাঁচিয়ে নাগরিকদের ঠাকুর দেখান শখ মেটাতে, এই হেরিটেজ ট্রামের চাহিদা বাড়তে হবে বলেই আশা করছেন সরকারি অফিসাররা। একটি আসনের জন্য খরচ করতে হবে ৫০০ টাকা করে।

Share.
Leave A Reply

Exit mobile version