কলকাতা ব্যুরো: চলন্ত ট্রেন থেকে অজয় নদীতে পরে যাওয়া গার্ডের মৃত্যু হয়েছে। প্রায় ঘন্টা তিনেক চেষ্টার পর তাঁর নিথর দেহ নদী থেকে তুলতে সমর্থ হন বোলপুর দমকল বাহিনীর কর্মীরা। মৃত দেবকুমার গাঙ্গুলির বাড়ি বীরভূমের নলহাটিতে। এ দিন সকালে বোলপুর থেকে স্পেশাল ট্রেন নিয়ে তিনি বর্ধমানের দিকে যাচ্ছিলেন। ট্রেন বোলপুর ছেড়ে ভেদিয়া যাওয়ার আগেই অজয় নদীতে গার্ড রুম থেকে তিনি পরে যান। কিছুক্ষণ পরেই উল্টো দিকে থেকে আসা আর একটি ট্রেনের চালক ও গার্ড ঘটনাস্থলে এসে তখনও তিনি নদীতেই পরে আছেন দেখে ট্রেন থামান। কিন্তু চেষ্টা করলেও প্রায় মাঝ নদী থেকে তাঁকে তোলা সম্ভব হয়নি।


এরইমধ্যে বোলপুর রেল পুলিশ ও দমকল ঘটনাস্থলে যায়। উল্টোদিকেই বর্ধমানের আউসগ্রাম থানার এলাকা। সেখান থেকেও পুলিশ আসে। শেষ পর্যন্ত দমকল কর্মীরা তাঁর কাছে পৌঁছতে সমর্থ হন। অজয় নদীর উপরে পুরোনো রেল ব্রিজের পাশে সদ্য তৈরি হয়েছে নতুন ব্রিজ। নদীর জল তলানীতে। সেখানে ব্রিজের কাজে ব্যবহৃত পাথর, লোহার সরঞ্জাম পরে রয়েছে। গার্ড উপর থেকে নদীর মাঝে পরে থাকা সেইসব জিনিসের উপর পরে যাওয়ায় মাথায় আঘাত পেয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের আশঙ্কা। তাঁর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version