কলকাতা ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের এখন রক্তক্ষরণের জন্য দুশ্চিন্তা বাড়ছে চিকিৎসকদের। তার শরীর থেকে ধারাবাহিকভাবে রক্ত বেরিয়ে যাওয়ার জন্য শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। এতটাই রক্ত বেরিয়ে যাচ্ছে যে, নিয়মিত রক্ত দিতে হচ্ছে।
এই অবস্থায় তার জন্য রক্তদাতা খুঁজতে আবেদন জানিয়েছেন মোশন পিকচারস অ্যাসোসিয়েশন। তাদের তরফ থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে, যাদের এ পজেটিভ ব্লাড রয়েছে এবং শারীরিকভাবে ও মানসিকভাবে রক্ত দিতে প্রস্তুত। বর্ষীয়ান অভিনেতাকে প্রয়োজনে তাদের রক্ত দানের জন্য আবেদন করা হয়েছে সাধারণ মানুষের কাছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাঝে কিছুটা রক্তক্ষরণ থেমেছিল। রবিবার থেকে ফের রক্তক্ষরণ হয়। ফলে বাধ্য হয়ে সিটি এনজিওগ্রাম করানো হয়েছে। তাকে ইতিমধ্যেই চার ইউনিট রক্ত দেওয়া হয়েছে। তার হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। স্নায়ু দুর্বলতা কাটাতে তাকে ওষুধ দেওয়া হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version