Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

ওয়াচ লিস্টে থাকবে ফিন পাইপ নিতে হবে ১৬৪ লক্ষ হবে ১৭৫ এক্সিট ১৫০ । শ্রী রেণুকা সুগার বর্তমান বাজার দর ৫৩ থেকে থেকেই নিতে হবে স্টপ লস ৪২। ডাটাপাট্টান্স এন্ট্রি ৭৭২। লং টার্ম মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লক্ষ ১২২৫ থেকে ১৩০০ স্টপ লস : ৮৫০।

দেশে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি ও আরবিআইয়ের রেপো রেটে বৃদ্ধি চরম অস্থিরতা বজায় রেখেছে ভারতীয় শেয়ার বাজারে , বিশেষ করে তেল, গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্ম মন্দার ফলে আজও ১৫৩.২০ পয়েন্ট কম হয় নিফটি ফিফটি। অন্যদিকে ৫৬৭ .৯৮ পয়েন্ট কম হয় বি এস ই সেনসেক্স। বর্তমানে ১৬৪১৬.৩৫ ও ৫৫ ,১০৭ .৩৪ অঙ্কে দাঁড়িয়ে দুই বাজার সূচক।

ইন্দোনেশিয়ার মতন বাড়ছে ভারতের মুদ্রাস্ফীতি ফলে আবারো আনুমানিক ৩৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট দরে বাড়তে পারে রেপো রেট। এই মাসেরই ১ তারিক থেকে বেড়েছিল গাড়ি ও হোম লোনের কিস্তি ফলে আবারো বাড়তে পারে ঋণের বোজা র দর।

আজও অস্থিরতা বজায় থাকলো সূচকে, যা ইন্ডিয়া ভিক্সে ১.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ২০.৪৩। আজ ১৬৪০০ র সমর্থন জোন পার হয়নি নিফটি। এর পরেই সমর্থন রয়েছে ১৬৩০০। তবে
নিফটির প্রতিদিনের চার্ট দেখলে গতকাল একটি বুলিশ ক্যান্ডেল তৈরী করলেও আজ তাকে সমর্থন করেনি। এর আগে বুল ফ্লাগে ব্র্যাক আউট দেয়ার পরেই তৈরী হয় বিপরীত প্যাটার্ন। প্রতিদিনের চার্টে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরী হয়েছে যা আগামীদিনে আরো নিচে দিকেই ফেলতে পারে নিফটি কে।

অপশন ডেটা থেকে জানা যায় যে নিফটি আসন্ন সেশনে ১৬ ,০০০ -১৬ ,৮০০ এর বিস্তৃত ট্রেডিং রেঞ্জে থাকতে পার। ONGC, Oil India, TVS Motor, GAIL, Maruti, Coal India এবং M&M-এ আজ ইতিবাচক সেটআপ দেখা গেছে। গুজরাট গ্যাস, কোফার্জ, টাইটান কোম্পানি, ইউপিএল, আইসিআইসিআই লম্বার্ড এবং এলআইসি হাউজিং ফাইন্যান্স বিক্রির মনোভাব প্রত্যক্ষ হয়েছে।

আজ ২০০ পয়েন্ট নিচে ৩৫ ,০৮১ দিয়েই শুরু হয় ব্যাঙ্ক নিফটি। পরে ৩৪ ,৮৩৪ যা গিয়ে দিনের শেষ করে ৩৪৯৯৬ অঙ্ক। প্রতিদিনের চার্টে বুলিশ প্যাটার্ন ডাবলু তৈরী করে উপরে উঠলেও আজকে তৈরী করে ছোট শরীরের বিয়ারিশ ক্যান্ডেল, যদি এটি ৩৫ ,২৫0 এর নিচে থাকে, তবে দুর্বল ভাবে নিচে যেতে পারে ৩৪ ,৭৫০ এবং ৩৪ ,৫০০ পর্যন্ত , যেখানে প্রতিরোধ ৩৫ ,৫০০ এবং ৩৫ ,৭৫০ তে থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version