কলকাতা ব্যুরো: করোনা আবহে পুজো করার ক্ষেত্রে কি কি করতে হবে তার দিক নির্দেশ করতে আজই বৈঠক বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটায় নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে হবে ওই বৈঠক। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, পুরসভাগুলির প্রতিনিধি এবং পুজো কমিটিগুলির ২ জন করে প্রতিনিধিকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

২৫ সেপ্টেম্বর এই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল হওয়ায় আজই ওই বৈঠকটি হবে। পুজোর বিষয়ে রাজ্যের তরফে কি কি নির্দেশ দেওয়া হয়, সে দিকেই তাকিয়ে পুজোর উদ্যোক্তারা।
কোভিড পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড় সামলানো থেকে সামাজিক দূরত্ব কিভাবে রক্ষা করা হবে, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা থেকে মণ্ডপ কি ধরণের হবে, সে বিষয়ে রাজ্যের পরামর্শের দিকেই তাকিয়ে পুজো কমিতিগুলি।

Share.
Leave A Reply

Exit mobile version