কলকাতা ব্যুরো : ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। আসন্ন বিধানসভা ভোট নিয়ে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলই। ভোট কবে তা এখনও জানানো না হলেও আগামী ১০ দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।শনিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় বলেন, পুরসভা নির্বাচন করাতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যেভাবে বলবে সেভাবেই নির্বাচন হবে।

কিন্তু আগামী ১০ দিনের মধ্যে পুরনির্বাচন সম্ভব নয় কারণ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। উল্লেখ্য, কলকাতায় পুরভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। গতকাল কলকাতার পাশাপাশি রাজ্যের যে সমস্ত জায়গায় পুরভোট বাকি সেই সব জায়গায় নির্বাচনের প্রস্তুতির যাবতীয় কাজ শেষ করে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত।

রাজ্যের ১১২টি পুরসভার নির্বাচনের প্রস্তুতি দ্রুত সারতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়। পুর নির্বাচন নিয়ে হাইকোর্টে মোট দুটি মামলা হয়েছিল। এদিন মামলার শুনানির পর অবিলম্বে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Share.
Leave A Reply

Exit mobile version