কলকাতা ব্যুরো: পুরোপুরি ভোটের দামামা বেজে গেল রাজ্যে। একদিকে রাজনৈতিক নেতাদের সফর, তারই সঙ্গে দলবদল পর্ব চলছে। শনিবারই এক ঝাঁক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার যোগ দিলেন তৃণমূলে। আবার অন্যদিকে সিপিএমের থেকে কয়েকজন যোগ দিলেন বিজেপিতে।

একদিকে তৃণমূলের রাজ্য অফিসে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম দলীয় পতাকা তুলে দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের হাতে। আবার অন্যদিকে বিজেপি নেতারা সেই একই কাজ করলেন, তাদের দলীয় অফিস থেকে। এরই মধ্যে উল্লেখযোগ্য খবর বর্তমানে চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের স্ত্রী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

দীর্ঘদিন পুলিশে চাকরি করার পর এদিন তৃণমূলের ঝাণ্ডা ধরলেন প্রাক্তন পুলিশ অফিসার সত্যজিৎ ব্যানার্জি, সরোজ গজমের, কল্যাণ ব্যানার্জি, ভুবন চন্দ্র মন্ডল, দেব কুমার মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মোকারম হোসেন, স্বপন রায় সহ বেশকিছু পুলিশ অফিসার। এদের মধ্যে উল্লেখযোগ্য অনিন্দিতা দাস কবীর। তিনি পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের স্ত্রী।

আবার সিপিএমের দক্ষিণ দমদম এর ৩৪ নম্বর ওয়ার্ডের দেবাজ্যতি চাটার্জী ও সাউথ দমদমের ওই ওয়ার্ডের প্রবীর ধার দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি পতাকা তুলে নিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version