কলকাতা ব্যুরো: চিনা অ্যাপ টিকটক, ভারতের অ্যাপ ব্যানের তালিকায় শীর্ষে নাম ছিল। কিন্তু ভারতে রমরমা ব্যবসার কারণে কোনো ভাবেই ভারতের বাজার হাতছাড়া করতে চায়নি টিকটক সংস্থা। পৃথিবীর বড় বড় কোম্পানির সাথে গাঁটছড়া বেঁধেও ভারতের বাজারে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউএস-এর বাজার ধরে রাখার জন্য ইতিমধ্যে মাইক্রোসফটের সাথে গাঁটছড়া বেঁধেছে টিকটক সংস্থা। আজ তারা ভারতের তথ্য-প্রযুক্তি বিভাগে বিভিন্ন ভাবে একপ্রকার মুচলেকা দিয়েছে যে, তারা তাদের হেড কোয়ার্টার চিন থেকে সরিয়ে নিয়েছে এবং ভারতে কাজ করলে তাদের ডাটা সেন্টার ভারতে রাখবে। কোনও ভাবেই ভারতের তথ্য বাইরে যাবে না বলে আস্বস্ত করার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে ভারতও প্রাথমিকভাবে কিছুটা সন্তুষ্ট বলে ইঙ্গিত মিলেছে। সেই কারণেই টিকটক সংস্থা আশার আলো দেখছে।

Share.
Leave A Reply

Exit mobile version