কলকাতা ব্যুরো: কেরালায় বিমান দুর্ঘটনায় পাইলট ছাড়াও আরও দু’জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দু’জন কেবিন ক্রু-র খোঁজ চলছে। কেরালার মুখ্যমন্ত্রী পুলিশ ও দমকল বাহিনীকে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানে যাত্রী ছাড়া পাইলট দীপক বসন্ত, কো পাইলট অখিলেশ ছিলেন। এ ছাড়া তিনজন কেবিন ক্রু ছিলেন। যাদের মধ্যে একজন বাঙালি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোঝিকোর বীমা বন্দরে দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নামছে বলে ট্যুইটবার্তায় জানিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে যাত্রীদের ব্যাপারে খবর নেওয়ার জন্য যোগাযোগ নাম্বার জানিয়েছেন ট্যুইটারে।

Share.
Leave A Reply

Exit mobile version