কলকাতা ব্যুরো: ইডেনের পাশাপাশি এবার নয়া ইডেন। আরও উন্নত পরিকাঠামো সম্পন্ন নতুন ইডেন। তবে তা কলকাতা শহরের কেন্দ্রস্থলে নয়। নতুন ক্রিকেট স্টেডিয়ামের ঠিকানা হবে রাজারহাট। ইতিমধ্যে নবান্নের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ১৪ একর জমি সিএবির জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ৩০ কোটি টাকা রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থাকে দিতে হবে। দিন কয়েকের মধ্যে প্রয়োজনীয় কাগজ চলে এলেই সিএবি এই ব্যাপারে নীল নকশা সাজানো শুরু করবে।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া নতুন স্টেডিয়ামের জন্য জমি পাওয়ার কথা স্বীকার করেছেন। ইতিমধ্যে ইডেনের বর্তমান পরিকাঠামোর সংস্কার চলছে। বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে গোষ্ঠপাল সরণিতে অবস্থিত ইডেন গার্ডেন্সের কাঠামোয়।

জানা গিয়েছে, সিএবি আরও একটি উন্নতমানের ক্রিকেট স্টেডিয়াম গড়ার পরিকল্পনা চালাচ্ছিল। এ বিষয়ে তারা হাওড়ার ডুমুরজলায় জমি চিহ্নিত করেছিল। কিন্তু সেখানে কিছু সমস্যা দেখা দেয়। এ ব্যাপারে কথা বলতে নবান্নে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একপ্রস্থ আলোচনা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version