Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

একদিকে আর বি আইয়ের রেপো রেটের, অন্য দিকে হঠাৎ বাড়তে থাকা করোনার বৃদ্ধি র উপর তাকিয়ে সপ্তাহের প্রথম দিনে ৯৩.৯১ পয়েন্ট কমে ৫৫ ,৬৭৫ .৩২ ও ১৪.৭৫ পয়েন্ট কমে ১৬৫৬৯.৫৫ র ঘরে দাঁড়িয়ে সেনসেক্স ও নিফটি।

ভারতীয় বাজার বিশ্বব্যাপী সম বয়সীদের সাথে তাল মিলিয়ে না গেলেও ইউরোপে বাজার ইতিবাচক সূচনার পর ধীরে ধীরে তার ক্ষতি পুনরুদ্ধার করতে পেরেছে । চীনের কোরোনার প্রতিবন্ধকতার ছাড় দেওয়ার পরেই সামান্য বাড়ে ইউরোপ ও এশিয়ার বাজার সূচক।

তবে ভারতীয় শেয়ার বাজারে যে মাত্রায় অস্থিরতা রয়েছে এবং আগামী দিনেও যে তা বহাল থাকবে এর প্রমান মেলে ইন্ডিয়া ভিক্সের বাড়তে থাকা সমীকরন থেকে। প্রায় ১৯ .৯৮ থেকে ২০ .২০ অর্থাৎ ১ .১৩ শতাংশ বেড়েছে অস্থিরতা।

দিনের সর্বোচ্চ লাভ করে Bajaj Auto, JSW Steel, Cipla, ONGC এবং Tata Consumer Products, প্রায় ১ .২৯ থেকে ৩ .৯৩ শতাংশ বেশি বেড়েছ। অন্যদিকে শ্রী সিমেন্টস, বিপিসিএল, এশিয়ান পেইন্টস, আল্ট্রাটেক সিমেন্ট এবং হিরো মোটোকর্প ১ .৬ 6-৩ .০৮ শতাংশ কমে নিচের দিকেই শেষ হয়েছে।

সপ্তাহের শুরুতে নিফটির দিনের চার্টে একটি বুলিশ ক্যান্ডেলের তৈরী হয়েছে। দিনের সর্বনিম্ন যায় ১৬ ,৪৪৪ , এখনও ১৬ ,৪০০ এবং ১৬ ,৭০০ লেভেলের মধ্যে ট্রেডিং রেঞ্জে রয়েছে নিফটির। আবার নিফটি তিনবার ১৬ ,৫০৬ এবং ১৬ ,৩৭০ -এর বুলিশ গ্যাপ জোনে র মধ্যেই রয়েছে। তাই ১৬ ,৪৪০ গুরুতর স্বল্প-মেয়াদী সমর্থন হতে পারে এবং একটি কে পার করলে প্রাথমিক লক্ষ্য হবে প্রায় ১৬ ,০০০ । আবার পুল আপ আসলে যেতে পারে ১৬৭০০ র দিক। অপশন ডেটাও নির্দেশ করে যে নিফটি আসন্ন সেশনে ১৬ ,৪০০ থেকে ১৬ ,৮০০ স্তরের মধ্যে থাকতে পার।

নিফটি ব্যাংকেও আজ নেগেটিভ শুরুই লক্ষ করা যায়। ৩৫ ,১৫৯ দিয়েই দিনের শুরু করে ব্যাঙ্ক নিফটি পরে ৩৫ পয়েন্ট বেড়ে ৩৫ ,৩১০ এ বন্ধ হয় সূচক। ৩৫ ,৭৫০ এবং ৩৬ ,০০০ এর দিকে যেতে এটিকে ৩৫ ,২৫০ এর উপরে ধরে রাখতে হব। অন্য দিকে গপ্ ডাউন হলে যেতে পারে ৩৫০০০ এবং ৩৪৭৫০ এর ঘরে।

এই সপ্তাহের ওয়াচ লিস্টে থাকবে রাউট মোবাইল , রেণুকা সুগার ও উইপ্রো। এক থেকে তিন মাসের জন্য রাখতে হবে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা রেঞ্জ : ১০৩০ -৯৭০ স্টপ লস : ৮৫০ টার্গেট ১২২৫ টার্গেট ২ : ১৩০০।

Share.
Leave A Reply

Exit mobile version