কলকাতা ব্যুরো: জামিনে মুক্ত পানিহাটি পুরসভার ৮নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাপি পণ্ডিত। ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল পানিহাটি চত্বর। এদিকে অভিযুক্তর জামিনের খবর পেয়েই ফ্ল্যাটে সন্তানদের নিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ঘটনার সূত্রপাত ১৩ মার্চ। ওইদিন সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসের দিকে যাচ্ছিলেন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। স্কুটিতে বসার সময় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় বাপি পণ্ডিতকে। সোমবার আদালতে তোলা হলে অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর হয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে আগরপাড়া এলাকার বাসিন্দারা। এদিন রাতে বিটি রোডে টায়ার জ্বালিয়ে তেঁতুলতলায় রাস্তা অবরোধে করে বিক্ষোভে ফেটে পড়ে প্রয়াত কাউন্সিলরের অনুগামীরা। তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানায়।

Share.
Leave A Reply

Exit mobile version