কলকাতা ব্যুরো: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে একাধিক জায়গায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেভাবেই হাজরা মোড় থেকেও একটি মিছিল বার করে তৃণমূল।

মিছিল থেকে বলা হয় ‘ইডি সিবিআই যেভাবে প্রতিহিংসামূলক আচরণ করছে তার প্রতিবাদেই পথে নেমেছে তৃণমূল। যেভাবে কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিরোধী দলের কন্ঠরোধ করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডল দোষী কিনা সেটা বিচারাধীন বিষয়, সেটা আদালত বলবে।

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল অভিযুক্ত কিন্তু অভিযুক্ত মানেই তিনি দোষী তা কিন্তু নয়। যদি তিনি অভিযুক্ত হন তাহলে তো অভিযোগ ওঠে বিএসএফের দিকেও। যখন গরু পাচার হচ্ছিল বিএসএফ কী করছিল?

তারা তো কেন্দ্রের অন্তর্ভুক্ত। অনুব্রত অভিযুক্ত হলে অমিত শাহও সমান ভাবে অভিযুক্ত’।

তৃণমূলের ছাত্র-যুব শাখা এদিন একাধিক মিছিল বের করে। তদন্তের নামে বিরোধীদের কণ্ঠরোধ চলছে না, চলবে না এই স্লোগানে উত্তর কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেআও এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে চিড়িয়ামোড পর্যন্ত যায়। মিছিলে পা মেলায় বহু তৃণমূল কর্মী-সমর্থকরা।

Share.
Leave A Reply

Exit mobile version