শেয়ার বাজারে নিয়মিত আয়ের উৎস করতে যোগাযোগ
মৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

মিশ্র বৈশ্বিক সংকেত থাকা সত্ত্বেও ভারতীয় সূচকগুলি আজ ইতিবাচক। নিফটি খোলে ১৭,৮০০-এর উপরে। সেনসেক্স ৫৯৯ পয়েন্ট বা ১.০১% বেড়ে ৫৯৮৭৬ এ ছিল এবং নিফটি ১৫০ পয়েন্ট বা ০.৮৫% বেড়ে ১৭৮২০ এ ছিল। NIFTY আজই যেতে পারে ১৮০০০ র ঘরে।

অন্যদিকে উপরের দিকে NIFTY Bank। এইচ ডি এফ্ সি ও বন্ধন ব্যাংক ইতিবাচক মনোভাবের কারণে প্রায় ২ শতাংশ বাড়ে ব্যাংক নিফটিও। ২০১৮ টি শেয়ার বেড়েছে , ৩৪৭টি শেয়ার হ্রাস পেয়েছে এবং ১০৬ টি শেয়ার আপাতত অপরিবর্তিত রয়েছে৷

এই সপ্তাহে বাড়তে পারে

টাটা মোটরস বর্তমান কিনতে হবে ৪৪১ থেকে ৪৪৪ এর বাজার দরের মধ্যে।

টাটা কনজ্যুমার বর্তমানে বাজার মূল্য ৭৯০ স্টপ লস হবে ৭৬৬।

রাউত মোবাইল বাজার দর ১৬১১ স্টপ লস ১৫৩৯।

টাটা পাওয়ার বাজার মূল্য ২৪৬ স্টপ লস ২৩৫

দীর্ঘ মেয়াদী বিনিয়োগে বাড়তে পারে ROSSARI । বাজার মূল্য ৯৮৫।

Share.
Leave A Reply

Exit mobile version