Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

আজও অস্থিরতা বজায় থাকলো শেয়ার বাজারে। ১৮৫.২৪ পয়েন্ট নিচে নেমে সেনসেক্স বর্তমানে ৫৫৩৮১.১৭। নিফটি ৬১.৮০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬৫২২.৭৫ । দই সূচকেই তৈরী হয়েছে বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ কালকের দিনেও নিচেই থাকতে পারে বাজার সূচক।

নিফটির চার্ট মূল্যায়ন করলে দেখা যাবে যে একটি ইতিবাচক চ্যানেল ব্র্যাক আউট তৈরী করেই উঠছিলো ১৬৭০০ র দিকে। কিন্তু গত দুই দিনের লাভ তুলতে পার হতে পারেনি ১৬৬০০ র পরিরোধ জনকে। তবে এর প্রধান কারণ মূল্যস্ফীতি উদ্বেগ এবং চীনের কারখানার কার্যকলাপে সংকোচনের মধ্যে বিশ্ববাজার মিশ্র ছিল। তেলের দাম ব্যারেল প্রতি $১১৭, যা একটি প্রধান উদ্বেগের বিষয়, যা নিচের দিকে নামতে সাহায্য করে বাজারকে।

১৬৫৯৪ থেকে আজ দিনের শুরু করে নিফটি। দিনের সর্বোচ্চ পৌঁছায় ১৬৬৪৯। তবে বিকালের বিক্রির প্রবণতা যা নেমে আসে ১৬৫২২ র ঘরে । গতকালের তুলনায় আজ ১.৭৯ শতাংশ বাড়ে ইন্ডিয়া ভিক্স। যা বেড়ে দাঁড়ায় ২০.৮। তবে নিফটির চার্টে বুলিশ বাটারফায় প্যাটার্ন তৈরী করেছে নিফটি যা সাংকেতিক ইতিবাচক হতে পারে আগামী দিনে। তবে টেকসই উন্নতির জন্য, নিফটি দীর্ঘমেয়াদী ২০০ এক্সপোনেনসাল গড়ের উপরে বন্ধ হতে হবে । সেক্ষেত্রে, লক্ষ্যমাত্রা ১৭ ,১০০ স্তরের কাছাকাছি হওয়া উচিত ।

নেতিবাচক দিক থেকে, ১৬ ,৪০০ ক্রিটিকাল সাপোর্ট থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত সূচকটিকে ১৬ ,৪০০ স্তরের নিচে মা যায় ততদিনই থাকতে পারে বেয়ারিশ। তথ্য নির্দেশ করে যে নিফটি50 আসন্ন সেশনে ১৬ ,২০০ -১৬ ,৮০০ স্তরের ট্রেডিং রেঞ্জ যেতে পার।

Share.
Leave A Reply

Exit mobile version