শেয়ার বাজারে নিয়মিত আয়ের উৎস করতে যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108 (Call and WhatsApp)

১৭ই মার্চ বেশ উপরেই বন্ধ হয় শেয়ার বাজার। যা এক মাসের উচ্চ স্তর পর্যন্ত বুল রান করে। এই বুল রানের ইনিংস হয় আইটি স্টক ছাড়া বাকী সমস্ত স্টকে ভালো কেনাকাটা র ফলে। তবে আসল কারণ হল ০.২৫ শতাংশ ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ে এবং স্থিতিশীল তেলের দাম।

বি এস ই sensex ১০৪৭ পয়েন্ট বেড়ে যায় ৫৭,৮৬৪ র ঘরে। NIFTY ৩১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,২৮৭ র ঘরে। সূচক গুলী আরও এক সপ্তাহ ধরে বুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে তাদের চার্টে। ১৫,৬৭১ এর পর থেকেই প্রথমে ১,৬৭৩ পয়েন্ট তার পর বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয় সাপ্তাহিক চার্টে। টানা ৩৭ দিনের ঢালু চ্যানেলে র ব্রেক আউটের ভিত্তিতে ১৭৯০০ র লক্ষ্য কে অস্বীকার করা যায় না।

অন্যদিকে Nifty মিড ক্যাপ ১০০ ও স্মল ক্যাপে বাড়ে যথাক্রমে ১.৪ ও ১.২ শতাংশ। ইন্ডিয়া ভিক্স এ কম্পাঙ্কের মাত্রা ও কমে দাঁড়ায় ২২.৬ এ। তার পরই হোলির কারণে শুক্রবার বন্ধ থাকে মার্কেট।

পিভট চার্ট অনুসারে, নিফটির মূল সমর্থন স্তরটি ১৭১৯৪-এ, তারপরে ১৭১০০-এ রাখা হয়েছে। যদি সূচকটি উপরে চলে যায়, তাহলে লক্ষ্য রাখতে হবে ১৭৩৬৩ এবং ১৭৪৩৮ মূল প্রতিরোধের স্তরগুলি।

বৃহস্পতিবারের বাজারে ব্যাঙ্কিং স্টকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ বৃহস্পতিবার নিফটি ব্যাঙ্ক ৬৮০ পয়েন্ট বা ১.৯ শতাংশ লাফিয়ে ৩৬৪২৯-এ পৌঁছেছে। গুরুত্বপূর্ণ পিভট স্তর, যা সূচকের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসাবে কাজ করবে, ৩৬২৫৬-এ রাখা হয়েছে, তারপরে ৩৬০৮৪। উল্টোদিকে, মূল প্রতিরোধের স্তরগুলি ৩৬,৬০৬ এবং ৩৬,৭৮৪ স্তরে স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে এই সপ্তাহে উপরেই থাকতে পারে বাজারের তিন সূচক।

এই সপ্তাহে বাজার উপরে থাকলে সুইং বিনিয়োগ করে লাভ দিতে পারে Havells , ,Hindalco , গড্রেজ প্রপাটিস, সোনা কমস, ক্লিন সাইন্স, Trent , PIDILITIN ও আরতি ইন্ডিয়া।

Share.
Leave A Reply

Exit mobile version