শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগ
মৈনাক শর্মা 8759689108 call and WhatsApp

সপ্তাহের শুরুতে উপরে ওঠার পর ই আজ লভ্যাংশ নেওয়ার প্রবণতায় নিচের দিকেই বন্ধ হয় শেয়ার বাজার। বি এস ই sensex নামে ৫৬৬ পয়েন্ট অর্থাৎ ৫৯,৬১০.৪১ আর Nifty কমে ১৪৯ পয়েন্ট (১৭,৮০৭)।

সারা দিনের শেষে নিচেই থাকে HDFC Bank, HDFC Life, HCL technologies আর্ টেক মাহিন্দ্রা। বাড়ে কোল ইন্ডিয়া, প্রত্যাশিত বাড়ে TATA power, power গ্রিড।

বি এস ই তে বিক্রী প্রবণতা লক্ষ্য করা যায় অটো মোবাইল, আই টি, ফার্মায়। লং বিল্ড আপ দেখা যায় হোটেল, sail India। শর্ট বিল্ড আপ দেখা যায় আইআরসিটিসি, marico আর্ রেন ইন্দুরস্ট্রিস এ। Tata Power, দ্বারিকেশ চিনি সহ্য প্রায় ১৫০ স্টক তার এক বছরের সর্বচ্চ দাম বাড়ে।

তবে Nifty র চার্টে আজ নেতিবাচক ক্যান্ডেল প্যাটার্ন লক্ষ করা গেছে। নিকট সাপোর্ট জোন ১৭৭০০। তবে দেখার বিষয় Nifty তার নিকট প্রতিরোধ জোন ১৮,১১৫ কে পেরোতে পারলে সেক্ষেত্রে উপরে বুল রানের ইনিংস রয়েছে।

কালকের নজরে থাকবে এল অ্যান্ড টি স্টপ লস হবে ১৭৫৫।

Share.
Leave A Reply

Exit mobile version