Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

পুল ব্যাক-র চেষ্টা হলেও আজ ৪২.৩০ পয়েন্ট কমে ১৫৭৩২.১০ পয়েন্ট এ দাঁড়ায় নিফটি। অন্যদিকে ১৫৩.১৩ পয়েন্ট কমে ৫২৬৯৩ র ঘরে দাঁড়িয়ে বি এস ই সেনসেক্স। ১৫৬৭৪ দিয়ে দিনের শুরু করলেও দিনের সর্বনিম্ন ১৫৬৫৯ যা ২০২২ সালের সর্বাধিক কমের দিকে যাই সূচক নিফটি।

দিনের শুরুতে পুল ব্যাক র আশা দেখে ১৬৮৫৮ র দিকে গেলেও ৪২ পয়েন্ট কমে ১৫৬৭৪ এ বন্ধ হয় বাজার সূচক। প্রতিদিনের চার্টে বর্তমানে সমর্থন এলাকা ১৫৬৬৩ র কাছেই দাঁড়িয়ে সূচক। একই ভাবে ৫২৪৯১ র সমর্থন এলাকাতেই রয়েছে সেনসেক্স যা দুই সুচকেরই দিকনির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ।

নিফটি ও সেনসেক্স দুই সূচকেই ইনভার্টেড হেমার্ বা হাতুড়ি ক্যান্ডেল তৈরী হয়। যা বুল রানের সংকেত হলেও লক্ষ করতে হবে যদি নিফটি ১৫ ,৬৫০ এর উপরে টিকে থাকে, তবে শক্তিশালী শর্ট-কভারিং-লেড পুলব্যাকের সম্ভাবনা থাকতে পারে। আবার অস্থিরতার স্কেল ইন্ডিয়া ভিক্স আজ ২.১৩ শতাংশ কমে দাঁড়ায় ২১.৮৯ অংকে , যা ইতিবাচক হলেও বিট এখনও উচ্চ, যা এখনই বুল রানের আশা নেই কেই ইঙ্গিত করে।

আদানি এন্টারপ্রাইজ, টরেন্ট পাওয়ার, ভারত ইলেকট্রনিক্স, কররম্যান্ডেল ইন্টারন্যাশনাল, ভারতী এয়ারটেল, হিন্দুস্তান অ্যারোনটিক্স, এমঅ্যান্ডএম, ফেডারেল ব্যাংক, অশোক লেল্যান্ড, ডাঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ, সিমেন্স এবং এসআরএফ-এ ইতিবাচক সেটআপ দেখা গেছ।

নিফটি ব্যাঙ্ক র ও দিনের শুরু হয় নেগেটিভ। ৯৪.৫০ পয়েন্ট কমে দাঁড়ায় ৩৩৩গ র ঘরে। পরবর্তী সমর্থন এলাকা ৩৩০০০।

কয়েক মাসের জন্য ওয়াচ লিসে থাকবে মাহিন্দ্রা এন্ড মহিব্দরা লক্ষ ১২২১ , থাকবে সিএমেন্স লক্ষ ২৬৭৭।

Share.
Leave A Reply

Exit mobile version