মৈনাক শর্মা
8759689108( Whats app & Call)

মেটেনি রাশিয়া ইউক্রেন সমস্যা। তারই সাথে বিশ্ব বাজারে বৃদ্ধি পায় কাঁচা তেলের দাম। সপ্তাহে দ্বিতীয় দিনে ও আবারও ধ্বস শেয়ার বাজারে। নিফটির অবস্থন ১১৪.৫০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭০৯২ তে। একই ভাবে সেন্সেক্স ৩৮২.৯১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭৩০০.৬৮ এর দোরগোড়ায়।

দিনের শুরুতেই দুই শতাংশ নীচ দিয়ে ই শুরু হয় আজকে বাজার, কিন্তু দিনের শেষে কেনার প্রবণতার লক্ষ্য করা যায় ফলে বেশ ভালো ভাবেই মেটে শেষটা । টাটা স্টীল , বিপিসিল , টাটা মোটরস , এস বি আই লাইফ ইনস্যুরেন্স মত বড়ো স্টক গুলো আজ ক্ষতির সম্মুখীন হয়। লাভ করে M&M, Bajaj Finserv, Eicher Motors, Hindalco Industries and ONGC

মার্কেটের অধিক মাত্রায় বিক্রির ফলে নিফটির অবস্থান নেয় ১৭০৯২ অর্থাৎ নিজের সাপোর্ট জোন ১৬৮০০ কাছেই। গতকাল ১৭১৪০ থেকে ১৭৩৫০ এর মধ্যে একটি পুলব্যাক পদক্ষেপ আশা করা যেতে পারে।

নিফটি ব্যাংকের বর্তমান অবস্থান ৩৭৩৭১ যা নিকটতম সাপোর্ট জোন ৩৬৮০০ থেকে ৩৭০০০ এর কছেই। গতকাল ৩৭৬৫০ এর কাছে উঠতে পারে ব্যাঙ্কিং সূচক।

Share.
Leave A Reply

Exit mobile version