শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108 (call and WhatsApp)

যুদ্ধ ও তেলের দাম বেড়ে যাওয়াকে কেন্দ্র করে বিশ্ব বাজারে অস্থিরতা। ফলে sensex ৫৮১ ও Nifty ১৫০ পয়েন্ট উপরে গেলেও শুরুর দিকে বেশ নীচ থেকে ই শুরু হয় বাজার।

বর্তমান sensex দর ৫৩,৪২৪ ও Nifty র দর ১৬,০১৩.৫০ অর্থাৎ প্রায় ১.১০ ও ০.৯৫ শতাংশ যথাক্রমে বাড়ে sensex ও Nifty। ফার্মা ও আইটি রপ্তানি মূলক স্টক গুলীর লেনদেন বাড়ার ফলে কিছুটা উপড়ে আজকের বাজার।
অন্যদিকে রাজ্য নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির জয়ের পক্ষে এক্সিট পোল থাকায় মিড ক্যাপ ও স্মল ক্যাপে কেনার প্রবণতার বেড়েছে।

পশ্চিমী বাজারে বিনিয়োগ সবুজ থাকলেও রাশিয়ার তেল রপ্তানির নিষেধাজ্ঞা ফলে অন্যান্য এশিয়ার বাজার নেতিবাচক আবহাওয়া রয়েছে। এই ও সি, sun Pharma, Tata consumer, শিপ্লা নিফটি ফিফটির লাভের সারিতে সর্বোচ তালিকায় রয়েছে। অন্যদিকে ongc, jsw Steel, Tata Steel, ব্রিটানিয়া র মতোন স্টোক আজ নীচের দিকে ই ছিলো।

ইউরোপীয় বাজারে ইতিবাচক মনোভাবের কারণে NIFTY র চার্ট বুলিশ ভাবাপন্ন। ইন্ডিয়া ভিক্স এ কম্পাঙ্কের মাত্রা ছিলো ২৮.৫৯। যদি সূচক তার উপরে টিকে থাকতে পাড়ে এবং আগামী কাল ১৬১৩৩ এর ঘরকে ছাড়াতে পারে তাহলেই Nifty ২০০ দিনের এক্সপোনান্সিয়াল মুভিং এভারেজ র দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি।

কালকের জন্যে নজরে যে স্টক

Jsw Steel এ কাল intraday শর্ট সেলের ভালো সুযোগ। TCS এ ভালো ইতিবাচক সাড়া পাওয়ার ফলে কিছু দিনের মধ্যেই ৬ থেকে ৭ শতাংশ লাভ করা যেতে পারে। সেক্টরে স্টপ লস হবে ৩৪৩০ এর ঘরে। এছাড়াও থাকতে পারে মানাপুরাম, যায় বর্তমান বাজার মূল্য ১২০।

Share.
Leave A Reply

Exit mobile version